জ্বী এই রকম বাটনসহ স্মার্টফোন বাজারে আরো আছে, কিন্তু আমাদেরটা নিবেন কারণ –
১। এই রকম ফোনের বেশীরভাগই এন্ড্রয়েড না, কাই বা সিম্বিয়ান ওএস। আর একটি বা দুইটি ফোনে এন্ড্রয়েড থাকলেও সেগুলো অনেক পুরানো ভার্সনের। কিন্তু আমাদের ফোনে আছে একেবারে লেটেস্ট এন্ড্রয়েড ভার্সন। এই কারণে আপনার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্যবহার করতে পারবেন ঠিকঠাক।
২। এই বাজেটে একমাত্র এই ফোনেই ব্যবহার করা হয়েছ ইন-সেল ডিসপ্লে। ফলে আপনার মিডিয়া কনসাম্পশন অভিজ্ঞতা হবে দূর্দান্ত।
৩। এই রকম ফোন যতগুলো বাজারে আছে তাদের মাঝে সব থেকে সুন্দর দেখতে, সব থেকে সেরা বিল্ড কোয়ালিটি।
৪। সবগুলো ফোনের মাঝে এই ফোনের আফটার সেলস সার্ভিস সব থেকে সেরা।